ড্যাবের নির্বাচনে বিজয়ী হারুন-শাকিল পরিষদ

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) গভীর রাতে ড্যাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।

সভাপতি নির্বাচিত হয়েছেন, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন আল রশিদ। তিনি পেয়েছেন ১৩৬৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ শিশু হাসপাতাল ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আজিজুল হক পেয়েছেন ১২০২ ভোট।

মহাসচিব পদে ড্যাবের সাবেক কোষাধ্যক্ষ জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল ১৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের রেসপিরেটরি বিভাগের অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান পেয়েছেন ১০৭৯ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান ১৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান পেয়েছেন ১২৩৩ ভোট।

কোষাধ্যক্ষ পদে ড্যাবের সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব জনস্বাস্থ্য ও পুষ্টিবিদ ডা. মো. মেহেদী হাসান ১৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউরোলজিস্ট ডা. তৌহিদ উল ইসলাম জন ১২৫৯ ভোট।

সিনিয়র যুগ্ম মহাসচিব পদে অথপোডিক সার্জারি অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু ১৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএমইউ’র উপ-রেজিস্ট্রার ডা. আবু মো. আহসান ফিরোজ পেয়েছেন ১২৪৯ ভোট।

শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভোট অনুষ্ঠিত হয়।

দুই প্যানেলের মধ্যে অধ্যাপক ডা. হারুন আল রশিদ ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে ছিলেন। ডা. আজিজুল হক ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ড্যাবের সভাপতি ছিলেন।

ফল ঘোষণার পর ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া। ভোটাররা তাদের সুচিন্তিত মতামত দিয়ে সত্যিকারের নেতা নির্বাচিত করেছেন। হারুন-শাকিল প্যানেলের ওপর আস্থা রাখায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগিতায়  সামনের দিকে এগিয়ে যেতে চাই।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.