সোনালী লাইফের ম্যানেজারস ট্রেনিং ও বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মহিউদ্দিন ফারুকীর টেরিটোরির ম্যানেজারস ট্রেনিং ও বিজনেস ডেভেলপমেন্ট মিটিং আজ চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু মোহনা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মহিউদ্দিন ফারুকী। প্রধান অতিথি ছিলেন পরিচালক শেখ মো. ড্যানিয়েল এবং বিশেষ অতিথি ছিলেন পরিচালক তাসনিয়া কামরুন আনিকা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিশেষ বক্তা ছিলেন প্রধান অর্থ কর্মকর্তা মো. আব্দুল হান্নান।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাস গুপ্ত, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন এবং চট্টগ্রাম টেরিটোরির সকল ব্রাঞ্চ ও ইউনিট ম্যানেজারবৃন্দ। ট্রেনিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল।

বক্তারা ২০২৫ সালের ব্যবসায়িক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে করণীয়, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। আলোচনায় উঠে আসে সোনালী লাইফের গত ১২ বছরের অর্জন ও ভবিষ্যতের রূপরেখা।

বর্তমানে দেশের ২৪৬টি শাখার মধ্যে চট্টগ্রাম বিভাগেই রয়েছে ১০৭টি শাখা। এর মধ্যে শুধু চট্টগ্রাম জেলায় ৩৩টি শাখা সেবাদান কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের জুলাই পর্যন্ত প্রায় ১৭৮ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

প্রিমিয়াম আয়ে চট্টগ্রাম বিভাগ শীর্ষস্থান ধরে রেখেছে। চলতি বছরের প্রথম সাত মাসে প্রথমবারের প্রিমিয়াম আয় হয়েছে ৫৬ কোটির বেশি এবং রিনিউয়াল প্রিমিয়াম আয় ১৫৩ কোটি টাকারও বেশি। সংশ্লিষ্টরা এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.