দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩ আগস্ট থেকে ৭ আগস্ট) শেয়ারদামের উত্থানে শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৯ টাকা ৮০ পয়সা বা ১৯ দশমিক ১১ শতাংশ।
দাম বৃদ্ধির দ্বিতীয় অবস্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা বা ১৪ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে ১৪ দশমিক ২৯ শতাংশ শেয়ারদর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড।
সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলোর লেনদেন হয়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড ১৩ দশমিক ৮১ শতাংশ, ওয়াটা কেমিক্যালস লিমিটেড ১৩ দশমিক ১১ শতাংশ, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১২ দশমিক ৫৬ শতাংশ, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড ১২ দশমিক ৫০ শতাংশ, রহিম টেক্সটাইল মিলস লিমিটেড ১২ দশমিক ৪৪ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ১২ দশমিক ৪৩ শতাংশ এবং দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড ১২ দশমিক ৩২ শতাংশ।
অর্থসূচক/এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.