আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে, ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভেতরে ও বাইরে পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.