ভিসা লিডারশিপ কনক্লেভেতে রেকর্ড ৬টি পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক

ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৫-এ রেকর্ডসংখ্যক ছয়টি পুরস্কার অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। যা ব্যাংকটির জন্য এক অনন্য মাইলফলক। কার্ড ইস্যু, অ্যাক্যোয়ারিং এবং ভ্যালু অ্যাডেড সার্ভিসের বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা অর্জিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্র্যাক ব্যাংক যে ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে তা হলো- এক্সেলেন্স ইন ভিসা ক্রস-বর্ডার ডেবিট, এক্সেলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন–ক্রস-বর্ডার মেডিকেল ডেবিট কার্ড, এক্সেলেন্স ইন ভ্যালু প্রপোজিশন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট কার্ড, এক্সেলেন্স ইন ভিসা ই-কমার্স বিজনেস (ইস্যুয়িং), এক্সেলেন্স ইন ভিসা পিওএস অ্যাক্যোয়ারিং বিজনেস, এক্সেলেন্স ইন ভিসা ই-কমার্স অ্যাক্যোয়ারিং বিজনেস।

এই ছয়টি পুরস্কারের মাধ্যমে ব্র্যাক ব্যাংক কনক্লেভে সর্বাধিক পুরস্কারজয়ী প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। যা ডিজিটাল পেমেন্ট, উদ্ভাবন এবং ক্রস-বর্ডার লেনদেনে ব্যাংকটির নেতৃত্বের প্রতিফলন।

গত শুক্রবার (৪ আগস্ট) শেরাটন ঢাকা-তে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান, এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম।

ভিসার পক্ষে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ও সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ, বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এবং ইন্ডিয়া ও সাউথ এশিয়ার হেড অব প্রোডাক্ট রামাকৃষ্ণন গোপালন।

ব্র্যাক ব্যাংক বাংলাদেশে কার্ড ইস্যু, ই-কমার্স এবং অ্যাক্যোয়ারিং বিজনেসে শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। শক্তিশালী নেটওয়ার্ক ও ক্রমবর্ধমান গ্রাহকবেস ব্যাংকটির অন্যতম মূল শক্তি।

ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ভিসার মতো আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে এই সম্মাননা আমাদের কার্ড ও অ্যাক্যোয়ারিং বিজনেসের অবস্থানকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। এটি আমাদের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ফাইন্যান্সিয়াল সল্যুশনের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন।”

তিনি আরও বলেন, “আমাদের ইউনিক কার্ড প্রপোজিশন ও বিস্তৃত অ্যাক্যোয়ারিং নেটওয়ার্ক গ্রাহকদের আস্থা অর্জনে সাহায্য করেছে। গ্রাহকদের অবিচল আস্থা এবং সমর্থনের কারণেই আমরা এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন করতে পেরেছি। তাঁদের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.