এমটিবি ও পেট্রোকেমের অংশীদারিত্বে কৃষিঋণ সহজীকরণ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড কৃষকদের ও খুচরা বিক্রেতাদের জন্য সহজ অর্থায়নের সুযোগ নিশ্চিত করতে অংশীদারিত্ব করেছে। এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা সারাদেশে পেট্রোকেমের অনুমোদিত ডিলারদের কাছ থেকে উন্নত মানের কৃষি উপকরণ সংগ্রহে সহজে ঋণ সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ব্যাংকটি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

এ উদ্যোগের মাধ্যমে সার, কীটনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক, গাছের বৃদ্ধি নিয়ন্ত্রক ও উন্নত বীজ কৃষকদের সময়মতো সরবরাহ নিশ্চিত করা হবে, যার মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা ও কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পেট্রোকেম তাদের বিস্তৃত ডিলার নেটওয়ার্ক ও কৃষকদের জন্য ব্যাপক সহায়তা প্রদানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্যক্রম পরিচালনা করবে। এমটিবি ও পেট্রোকেম একযোগে কাজ করে কৃষিঋণে নতুনত্ব আনবে এবং কৃষি খাতকে টেকসই করে তুলবে।

চুক্তিপত্র বিনিময় করেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার খালিদ মাহমুদ খান এবং পেট্রোকেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দৌল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান।

আরও উপস্থিত ছিলেন চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার; আবদুল মান্নান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও শাখা ব্যাংকিং প্রধান; সঞ্জীব কুমার দে, এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান এবং পেট্রোকেমের উপ-মহাব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.