চলতি বছরেই ভারত সফর আসছেন পুতিন: অজিত দোভাল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৫ সালের শেষ দিকে ভারত সফর করতে পারেন বলে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।

বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থান করছেন অজিত দোভাল। তিনি রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সচিব সের্গেই শোইগুর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিন এই প্রথম ভারত সফরে যাচ্ছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ভারত-রাশিয়া সম্পর্কে ঘনিষ্ঠতা বজায় থাকলেও পুতিন আর ভারতে যাননি।

২০২৪ সালে দুই দফা বৈঠক হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পুতিনের। প্রথমবার জুলাইয়ে মস্কোতে অনুষ্ঠিত ২২তম ভারত-রাশিয়া সম্মেলনে যোগ দিতে গিয়ে মোদি পুতিনের সঙ্গে বৈঠক করেন। সে সময় মোদিকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করা হয়, ভারত-রাশিয়া সম্পর্ক জোরদারে অবদানের স্বীকৃতিস্বরূপ।

এরপর অক্টোবরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে কাজান শহরে যান মোদি এবং সেখানে দ্বিতীয়বার পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হয়।

পুতিনের সম্ভাব্য ভারত সফরের ঘোষণা এল এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন চলছে।

রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন। এর আগে গত মাসেই ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কহার এখন ৫০ শতাংশে দাঁড়িয়েছে।

নয়াদিল্লি ও ওয়াশিংটনের এই উত্তেজনার মধ্যেই পুতিনের ভারত সফরের বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে কূটনৈতিক অঙ্গনে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.