পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এ সপ্তাহেই আবারও যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন, সরকারের একটি সূত্রের বরাতে জানিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক ডন। এটি হলে দুই মাসেরও কম সময়ের মধ্যে হবে তাঁর দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এ সফরে ফিল্ড মার্শাল মুনির তাঁর সমমর্যাদার মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানি সরকারি সূত্রগুলো বলছে, এটি মূলত পাল্টা সফর হিসেবে অনুষ্ঠিত হবে। এর আগে গত জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা পাকিস্তান সফর করেছিলেন।
সেন্টকম ৪ আগস্ট এক প্রেস বিবৃতি প্রকাশ করে কুরিলার সাম্প্রতিক আঞ্চলিক সফরগুলোর বিষয়ে তথ্য দিয়েছে। সেখানে পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের উল্লেখ রয়েছে।
এর আগেও চলতি বছরের জুন মাসে ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সে সময় হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন—যা ছিল ইতিহাসে প্রথমবার, কোনো পাকিস্তানি সেনাপ্রধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন আয়োজন। অথচ তিনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান নন।
তৎকালীন সফরে মুনির পাঁচ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক করেন।
তবে এবারের সম্ভাব্য সফর নিয়ে এখন পর্যন্ত পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) কিংবা ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে মুনির আগের সফরের সময়েই ইঙ্গিত দিয়েছিলেন, বছরের শেষ ভাগে তিনি আবার যুক্তরাষ্ট্র সফর করবেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.