যুক্তরাষ্ট্রের শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে ভারতকে পাল্টা জবাব দিতে হবে : শশী থারুর

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের প্রেক্ষিতে ভারতের কংগ্রেস নেতা শশী থারুর পাল্টা শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি আলোচনা ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো উচিত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এবং সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে থারুর বলেন, “ট্রাম্প আমাদের ওপর এত রেগে আছেন কেন বুঝতে পারছি না। চীনকে ৯০ দিনের সময় দেওয়া হয়েছিল, আর আমাদের মাত্র ২১ দিন! এটা অন্যায্য।”

তিনি জানান, বর্তমানে ভারত গড়ে ১৭ শতাংশ হারে শুল্ক নেয় যুক্তরাষ্ট্রের পণ্যে। সেক্ষেত্রে আমরাও পাল্টা ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়াতে পারি বলে মত দেন।

যুক্তরাষ্ট্রের শুল্ক এবং ভারতের প্রতিক্রিয়া বুধবার ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক ঘোষণা করে।

যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার কাছ থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা এই শাস্তির মূল কারণ।

ভারত বলছে, ১৪০ কোটির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই তেল কেনা জরুরি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “কৃষক, পশুপালক ও মৎস্যজীবীর স্বার্থে ভারত কোনো আপস করবে না। প্রয়োজনে চড়া মূল্য দিতে হলেও আমি প্রস্তুত।”

তেল কেনার প্রশ্নে থারুর বলেন,“যদি রাশিয়ার তেল সস্তা হয়, আমরা কেন লাভবান হব না?”

ভারতের কৃষিপ্রধান জনগোষ্ঠীর স্বার্থেই দেশীয় বাজার রক্ষা করা জরুরি বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হলে বিকল্প কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার কথাও বলেন, “যাঁরা আমাদের সত্যিকার বন্ধু নন, তাঁদের বাদ দিয়ে নতুন বন্ধু খুঁজতে হবে।”

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে। মূল বিরোধ রয়েছে কৃষি ও কৌশলগত খাতে বিদেশি কোম্পানির প্রবেশাধিকার নিয়ে, যেখানে ভারত আপোষহীন অবস্থানে রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.