টানা কয়েক মাস ধরে নিম্নমুখী থাকার পর ২০২৫ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি আবারও সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদ্য প্রকাশিত তথ্যে দেখা গেছে, জুলাই মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যা জুনে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিবিএস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানাগেছে।
মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি খাদ্য ও খাদ্য-বহির্ভূত উভয় খাতেই দেখা গেছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি- জুনে ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ, জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ, খাদ্য-বহির্ভূত খাতে: জুনের ৯ দশমিক ৩৭ শতাংশ থেকে সামান্য বেড়ে ৯ দশমিক ৩৮ শতাংশ।
২০২৪ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ, যা তুলনামূলকভাবে এবছরের জুলাইয়ে ৩ দশমিক ১১ শতাংশ পয়েন্ট কমে এসেছে।
২০২৪ সালের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ, খাদ্য-বহির্ভূত খাতে ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ।
আগের মাসগুলোর তুলনামূলক হার, মার্চ- ৯ দশমিক ৩৫ শতাংশ, এপ্রিল- ৯ দশমিক ১৭ শতাংশ, মে- ৯ দশমিক ০৫ শতাংশ, জুন- ৮ দশমিক ৪৮ শতাংশ, জুলাই- ৮ দশমিক ৫৫ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধি, ডলারের বিনিময় হার, পরিবহন খরচ— এসবই দেশের বাজারে প্রভাব ফেলছে।
তবে সরকার সরবরাহব্যবস্থার উন্নয়ন, আমদানি সহজীকরণ এবং টেকসই মুদ্রানীতির মাধ্যমে এই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে তারা আশাবাদী।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.