বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ আগস্ট) কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩২৬ থেকে এ স্বর্ণ জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর কাস্টমসের কর্মকর্তারা বিমানের ওই ফ্লাইটটি তল্লাশি করি। তল্লাশিকালে ফ্লাইটের কার্গো অংশ থেকে ৭০টি গোল্ডবার জব্দ করা হয়- যার ওজন ৮ কেজি ১২০ গ্রাম। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.