ঢাকাবাসীর কাছে বিএনপির দুঃখ প্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানী ঢাকায় গতকাল ‘বিজয় র‍্যালি’ কর্মসূচির কারণে যানজট ও মানুষের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, বুধবার (৬ আগস্ট) ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষের সমাগম হয় র‌্যালিতে। র‌্যালি চলাকালে ঢাকাবাসীকে রাস্তায় যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিজয় র‌্যালির কারণে ঢাকাবাসীকে অনাকাঙ্খিত কষ্ট দেওয়ার জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.