বাংলাদেশে লেনোভোর সেরা পার্টনার স্বীকৃতি পেল গ্লোবাল ব্র্যান্ড

বাংলাদেশের প্রযুক্তি বাজারে দক্ষতা, পেশাদারিত্ব ও নির্ভরযোগ্যতার ধারাবাহিক স্বীকৃতির অংশ হিসেবে এবার লেনোভোর ‘বেস্ট ডিস্ট্রিবিউটর (ইন্টেল)’ পুরস্কারে ভূষিত হয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

পুরস্কারটি প্রদান করা হয় ৪ আগস্ট ২০২৫, মানিকগঞ্জের ডেরা রিসোর্ট অ্যান্ড স্পায় আয়োজিত ‘লেনোভো ৩৬০ ইভলভ ২০২৫’ সম্মেলনে।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র পক্ষে সম্মাননা গ্রহণ করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার।

লেনোভোর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের বাজারে ইন্টেলভিত্তিক লেনোভো পণ্যের বিস্তার, ধারাবাহিক সরবরাহ এবং শক্তিশালী পার্টনারশিপ গঠনের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে।

এ আয়োজনে অংশগ্রহণকারীরা এআই, ক্লাউড ও চ্যানেল স্ট্র্যাটেজি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন ও অভিজ্ঞদের দিকনির্দেশনা পান।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানিয়েছে, এই অর্জন মান, গ্রাহক সন্তুষ্টি ও পেশাগত প্রতিশ্রুতির স্বীকৃতি। ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তি খাতে আরও শক্তিশালী ভূমিকা রাখার ক্ষেত্রে এটি একটি অনুপ্রেরণাও।

প্রতিষ্ঠানটি লেনোভো বাংলাদেশ টিম, কর্মী, সেলস টিম, প্রোডাক্ট টিম, চ্যানেল পার্টনার ও রিটেইলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে—যাদের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.