আগস্টের ৫ দিনে রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টের প্রথম পাঁচ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে (১-৫ আগস্ট ২০২৪) এই অঙ্ক ছিল ১৮১ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৮১.৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী এ তথ্য জানা গেছে। শুধু গত দুই দিনেই (৪ ও ৫ আগস্ট ) এসেছে ১০৮ মিলিয়ন ডলার, যা প্রতিদিন গড়ে ৫৪ মিলিয়ন ডলারের বেশি। এই ধারা অব্যাহত থাকলে আগস্ট মাসের শেষ নাগাদ রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৮০৬ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আর গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২০৯৪ মিলিয়ন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ৩৩.৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুলাই মাসেই (২০২৫) দেশে এসেছে ২৪৭৮ মিলিয়ন ডলারের রেমিট্যান্স। এই অঙ্ক একক মাস হিসেবে গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.