ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী‘আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৬ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমাদ।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ। এছাড়াও উপস্থিত ছিলেন শরী‘আহ কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় শরী‘আহ পরিপালন ও ব্যাংকের শরী‘আহভিত্তিক কার্যক্রম আরও সুসংহত করার বিষয়ে আলোচনা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.