ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বিশেষ ‘বোন’ রয়েছেন, যিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন এবং প্রতি বছর রাখির সময় মোদীর হাতে রাখি পরান। তার নাম কোমার মহসিন শেখ। এবছরও তিনি রাখি তৈরি করে প্রস্তুত রয়েছেন মোদীকে রাখি পরাতে।
পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া কোমার ১৯৮১ সালে বিবাহসূত্রে ভারতে আসেন এবং বর্তমানে আহমেদাবাদে বসবাস করছেন। গত প্রায় ৩০ বছর ধরে তিনি মোদীর হাতে রাখি বেঁধে আসছেন।
কোমার জানান, তার হাতে তৈরি রাখিতেই লেখা থাকে ‘ওঁ’ এবং বসানো থাকে একটি ছোট্ট গণেশ মূর্তি। তিনি বলেন, “প্রতি বছর আমি নিজ হাতে রাখি তৈরি করি, কারণ ভাই ঘরে তৈরি রাখি খুব পছন্দ করেন। আমি কখনো দোকান থেকে কিনে কার্ড দিই না, যদি কিছু লিখি, নিজের হাতে গুজরাটিতে লিখি।”
কোমারের সঙ্গে মোদীর প্রথম পরিচয় হয় গুজরাটের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত স্বরূপ সিংয়ের মাধ্যমে। তিনি বিমানবন্দরে কোমারকে দেখে মোদীকে বলেন, “কোমার আমার মেয়ের মতো।” তখন মোদী বলেন, “তাহলে তো সে আমার বোন।” সেই থেকে তাদের ভাই-বোনের সম্পর্কের সূচনা।
ইন্ডিয়া ট্যুডে জানিয়েছে, কোমার তখন থেকেই মোদীকে রাখি পরিয়ে আসছেন—তিনি যখন রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ (আরএসএস)-এর সদস্য ছিলেন, সেখান থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী ও পরবর্তীতে প্রধানমন্ত্রী হলেও এই সম্পর্ক অটুট রয়েছে।
কোভিড মহামারির কারণে ২০২০, ২০২১ ও ২০২২ সালে তিনি দিল্লি যেতে পারেননি। তবে বাকি সব বছর নিয়ম করে দিল্লি গিয়ে মোদীকে রাখি পরিয়েছেন। এ বছরও তিনি তৈরি আছেন ৯ আগস্ট দিল্লি গিয়ে মোদীর হাতে রাখি বাঁধতে। যদিও এখনও প্রধানমন্ত্রীর দফতর থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি, তবুও কোমার অপেক্ষা করছেন ভাইয়ের ডাকে সাড়া দেওয়ার জন্য।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.