হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ

১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। হামলার ৮০ বছর পূর্তিতে আজ বুধবার সকালে হিরোশিমা শহরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তা। হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে শহরের মেয়র কাজুমি মাতসুই বলেন, জাপান একমাত্র দেশ যেখানে যুদ্ধে পারমাণবিক বোমা হামলা হয়েছে।

তিনি বলেন, জাপান সরকার এমন একটি জনগণের প্রতিনিধিত্ব করে যারা প্রকৃত ও স্থায়ী শান্তির জন্য আকাঙ্ক্ষা করে।

প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া জাপানের দায়িত্ব।

হামলায় প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হন, যাদের অধিকাংশই তাৎক্ষণিক বিস্ফোরণ, আগুন ও পরবর্তী বিকিরণের কারণে মারা যান।

এ বছর আয়োজনে প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো তাইওয়ান ও ফিলিস্তিন অংশ নেয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত উপস্থিত থাকলেও রাশিয়া ও চীন অংশ নেয়নি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.