দৈনন্দিন লেনদেন কার্যক্রমে অধিক দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর বিশেষায়িত ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবহার করবে বিকাশ লিমিটেড। সম্প্রতি ঢাকার গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই অংশীদারিত্বের আওতায়, বিকাশের ডিস্ট্রিবিউটর ও এজেন্টরা সার্বক্ষণিক (২৪x৭) ভিত্তিতে ই-মানি সঞ্চয় ও ক্যাশ আউট করতে পারবেন বিকাশ চ্যানেল অ্যাকাউন্ট ও প্রাইম ব্যাংকের বিশেষ অ্যাকাউন্ট ব্যবহার করে।
সেবা প্রক্রিয়াটি একটি API ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে, যা ছুটির দিনেও কার্যকর থাকবে। এতে থাকবে অটোমেটেড রিকনসিলিয়েশন ও কাস্টমাইজড রিপোর্টিং, যা লেনদেনকে করবে দ্রুত ও নির্ভুল।
এছাড়াও, বিকাশ প্রাইম ব্যাংকের ‘প্রাইমপে’ অমনি-ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে হোস্ট-টু-হোস্ট সংযোগের মাধ্যমে অভ্যন্তরীণ লেনদেন পরিচালনা করবে।
চুক্তিতে স্বাক্ষর করেন, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, বিকাশ-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর।
উপস্থিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র EVP ও কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ঢাকা এরিয়া হেড সাজিদ রহমান, SVP ও হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট প্রোডাক্ট মো. রাশেদুল হোসেন, বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, EVP ও হেড অব ট্রেজারি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আহমেদ আশরাফ শরীফ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.