কুয়েতে পানির ট্যাঙ্কে বিস্ফোরণে ৩ প্রবাসি শ্রমিক নিহত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মিনা আবদুল্লাহ বন্দরে একটি পানির ট্যাঙ্কে বিস্ফোরণে অন্তত তিন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় ওই বন্দরে পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে। কুয়েতের আরবি ভাষার দৈনিক আল-আনবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাসায়নিক ব্যবহার করে ট্যাঙ্ক পরিষ্কারের সময় সূর্যের প্রচণ্ড তাপে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় শ্রমিকরা ট্যাঙ্কের ভেতরেই ছিলেন, ফলে তাদের উদ্ধারের সুযোগ ছিল না।

ঘটনার খবর পেয়ে কুয়েতের জরুরি পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। তবে নিহত শ্রমিকরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কুয়েতি কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রাসায়নিক পদার্থ ও উচ্চ তাপমাত্রার সংমিশ্রণেই এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.