সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে এক র্যালির আয়োজন করে। মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত র্যালিতে ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
রাজধানীর নভোথিয়েটারের সামনে থেকে র্যালিটি বের হয়ে বিজয় স্মরণি হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। র্যালিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ অংশগ্রহণ করেন।
এছাড়াও র্যালিতে ব্যাংকের মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকগণসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
অর্থসূচক



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.