মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর আয়োজনে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় গণমাধ্যম কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের দিকে অনুষ্ঠানস্থলে এ বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩), মো. মিহাত (১৭)।

জানা গেছে, প্রধান মঞ্চের সামনে বাউন্ডারিতে থাকা সাধারণ মানুষের কাছে ওড়ানোর জন্য কিছু বেলুন দেওয়া হয়। কয়েকটি হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং বেলুনের গায়ে মোড়ানো প্লাস্টিকের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে। এই সময় কয়েকজন সরাসরি আগুনে পুড়ে আহত হন।

গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যায়। তার পালানোর সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা। শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালায় বলে গ্যাস বেলুনটিও সেইভাবে হেলিকপ্টারের আদলে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.