বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক অদ্য মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২০২৫’ উপলক্ষে কমিশনের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়, দুপুর ১২ টায় কমিশনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভার সূচনা হয়। বিএসইসি’র চেয়ারম্যান, খন্দকার রাশেদ মাকসুদ উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। বিএসইসি’র কমিশনারগণ, নির্বাহী পরিচালকগণ, পরিচালকরাসহ বিএসইসি’র সকল কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিএসইসি’র চেয়ারম্যান, খন্দকার রাশেদ মাকসুদসহ বিএসইসি’র কমিশনাররা বক্তব্য রাখেন।
সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা হয়। এছাড়াও সভায় সকল শহীদের আত্মত্যাগসহ সকলের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
আলোচনা সভা শেষে সকল শহীদের আত্মার শান্তি এবং দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ উপস্থিত সকলে উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
একইসাথে এদিন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত র্যালিতে বিএসইসি’র চেয়ারম্যান, খন্দকার রাশেদ মাকসুদ এর নেতৃত্বে বিএসইসি’র সকল কমিশনার ও কর্মকর্তা-কর্মচারী যোগদান করেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.