জতুন বাংলাদেশের রিটেইল কনসেপ্ট শোরুম উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায়

জতুন বাংলাদেশ লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার মডার্ন হার্ডওয়্যারে তাদের নতুন রিটেইল কনসেপ্ট শোরুমের উদ্বোধন করেছে। গত ২৪ জুলাই টি.এ. রোড, কালীবাড়ি মোড়, সদর, ব্রাহ্মণবাড়িয়ায় এই শোরুম উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই সম্প্রসারণের মাধ্যমে জতুন-এর বিশ্বমানের পেইন্ট ও কোটিং সমাধান এখন ব্রাহ্মণবাড়িয়ায় সহজলভ্য হয়েছে। শোরুমে গ্রাহকরা একটি প্রিমিয়াম ও ইন্টারঅ্যাকটিভ শপিং অভিজ্ঞতা পাবেন।

শোরুমটি জতুন-এর ইন্টেরিয়র ও এক্সটেরিয়র ডেকোরেটিভ পেইন্টসের পূর্ণ পরিসর প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছে। এটি বাড়ির মালিক, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার ও পেইন্টারদের জন্য উপযোগী।

রিটেইল ম্যানেজার মুনতাসির মোর্শেদ বলেন, “মডার্ন হার্ডওয়্যারে রিটেইল কনসেপ্ট শোরুম উদ্বোধন জতুন-এর বিশ্বমানের সমাধান সহজলভ্য করার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “আমরা ব্রাহ্মণবাড়িয়ার গ্রাহকদের সাথে কাজ করতে আগ্রহী যাতে তারা আত্মবিশ্বাসের সাথে তাদের বাড়ি রূপান্তর করতে পারেন।”

বাংলাদেশে জতুন-এর উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩, পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কক্সবাজার ট্রেন স্টেশন, হোটেল রামদা কক্সবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং অন্যান্য প্রকল্পে অবদান রেখেছে।

শোরুমে আধুনিক রঙ প্রযুক্তি, টেকসই ও পরিবেশবান্ধব কোটিং, বিশেষজ্ঞ পরামর্শ এবং বিশ্বমানের কালার শেডের সুবিধা থাকবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.