পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৫৯৩

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে এক হাজার ৫৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার পাঁচ জন এবং অন্যান্য অপরাধে ৫৮৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাৎ হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার (৩ আগস্ট) গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার পাঁচ জন এবং অন্যান্য ঘটনায় ৫৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং দেশীয় তৈরি একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.