ব্যাংক খাতের শেয়ারে মূল্য সংশোধন

টানা তিন দিনের রুদ্ধশ্বাস উর্ধগতির পর মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। সোমবার (৪ আগস্ট) দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সব মূল্যসূচক কমেছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫০ দশমিক ২৩ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমেছে।

সোমবার ডিএসইতে মূল্য সংশোধনে প্রধান ভূমিকা ছিল ব্যাংকিং খাতের শেয়ারের। এদিন এই বাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩০টির শেয়ারের দাম কমেছে, যা তালিকাভুক্ত মোট সংখ্যার ৮৩.৩৩ শতাংশ। এদিন মূল্য বেড়েছে মাত্র ১টি ব্যাংকের শেয়ারের। অন্যদিকে ৫টি ব্যাংকের শেয়ারের মূল্য ছিল অপরিবর্তিত।

পুঁজিবাজারের সাম্প্রতিক র‍্যালিতে প্রধান ভূমিকা রেখেছে ব্যাংকিং খাত। অন্যদিকে ব্যাংকিং খাতের শেয়ার-মূল্যের উত্থানে নেতৃত্ব দিয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক পিএলসি’র শেয়ার। গত তিন মাসে শেয়ারটির মূল্য বেড়েছে প্রায় ৫৪ শতাংশ। ডিএসইর পরিসংখ্যান অনুসারে, গত ২৭ মে ব্র্যাক ব্যাংকের শেয়ারের মূল্য ছিল ৪৫ টাকা ৯০ পয়সা। গতকাল রোবববার (৩ আগস্ট) এর শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৭০ টাকা ৭০ পয়সা। গত দুই প্রান্তিকে ব্যাংকটি রেকর্ড মুনাফা করেছে। এ সময়ে ব্যাংকটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৩১৫ কোটি টাকা বা প্রায় ৫৩ শতাংশ বেড়েছে। অনেক বড় প্রবৃদ্ধি হয়েছে ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বিকাশের। এসব বিষয় মূলত ব্যাংকটির শেয়ারের প্রতি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলে। এর ইতিবাচক প্রভাব পড়ে সামগ্রিক ব্যাংক খাতের শেয়ারের উপর। এর মধ্যে কিছু ব্যাংকের শেয়ার প্রকৃত অর্থেই অবমূল্যায়িত ছিল। অন্যদিকে কিছু ব্যাংকের মৌলভিত্তি তেমন ভাল না হলেও সেক্টরাল মুভমেন্টের প্রভাবে সেগুলোর প্রতিও অনেক বিনিয়োগকারীর ঝোঁক বেড়ে যায়। তাতে ভাল-মন্দ সব ব্যাংকের শেয়ারের মূল্যই বৃদ্ধি পায়।

একাধিক দিন মূল্য বৃদ্ধির ফলে সোমবার অনেক কোম্পানির শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেয় অনেক বিনিয়োগকারী, যার মধ্যে ব্যাংকের শেয়ারও ছিল। বাজারে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় মূল্য সংশোধন হয় এসব শেয়ারে। এদিন ডিএসইতে সর্বোচ্চ দর হারানো ১০টি কোম্পানির মধ্যে ৭টি ছিল ব্যাংক খাতের কোম্পানি।

সোমবার ডিএসইতে সবচেয়ে বেশি মূল্য হারায় ট্রাস্ট ব্যাংক পিএলসি। এদিন শেয়ারটির মূল্য কমেছে ৮.৯৭ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ৫.৮৮ শতাংশ মূল্য হারিয়েছে সিএনএ টেক্সটাইলের শেয়ার। তৃতীয় সর্বোচ্চ ৫.৪৯ শতাংশ মূল্য হারিয়েছে এসবিএসি ব্যাংকের শেয়ার। এদিন ৫.২৬ শতাংশ মূল্য হারিয়ে চতুর্থ অবস্থানে ছিল ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার। মূল্য হারানোতে পঞ্চম স্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শেয়ারের মূল্য কমেছে ৫.১৭ শতাংশ।

শেয়ারের মূল্য হারানোতে শীর্ষ ১০ কোম্পানি তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনআরবি ব্যাংক (৫.০৫%), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (৪.৮৭%), মার্কেন্টাইল ব্যাংক (৪.৭১%), ওয়ান ব্যাংক (৪.৪৪%) ও মেট্রো স্পিনিং (৪.২০%)।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.