‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

আগামীকাল (৫ আগস্ট) বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

২০২৪ সালের জুলাই-অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কয়েক মাস পর ডিসেম্বরের শেষ দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘোষণার কর্মসূচি দেন।

ওই ঘোষণাপত্র প্রদানের অনুষ্ঠানে ‘৭২এর সংবিধানের কবর রচনা’ করা হবে বলে নেতৃবৃন্দ দাবি করেন। পরে, সরকার জানায় তারা নিজেরাই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়ন করবে।

প্রায় সাত মাস ধরে নানা আলোচনার পর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানায় অন্তর্বর্তী সরকার।

কয়েকটি দলের সঙ্গে আলোচনা করলেও অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই ঘোষনাপত্র তৈরি করা হয়েছে। ফলে এতে কী থাকছে, এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি কী হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া প্রস্তুত করে জুলাই মাসের শেষ দিকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতামত নেওয়া হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.