ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ট্রান্সকম ইলেকট্রনিক্স ও বাংলাদেশ ল্যাম্পস-এর এমপ্লয়িদের জন্য পূর্ণাঙ্গ পে-রোল ব্যাংকিং সেবা প্রদান করবে। এর আওতায় থাকবে স্যালারি অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ডেবিট ও ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ইবিএল স্কাইব্যাংকিং এবং ইবিএল কানেক্ট ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা।
সোমবার (৪ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়, সম্প্রতি ইবিএল প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ইস্টার্ন ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার এবং ট্রান্সকম ইলেকট্রনিক্স ও বাংলাদেশ ল্যাম্পস-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা রুহুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিক্স-এর হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মোহেদী হাসান বনি খান, ইবিএল-এর হেড অব পে-রোল ব্যাংকিং তৃষা তাকলিমাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ট্রান্সকম ইলেকট্রনিক্স ও বাংলাদেশ ল্যাম্পস-এর এমপ্লয়িদের জন্য পূর্ণাঙ্গ পে-রোল ব্যাংকিং সেবা প্রদান করবে, যাতে অন্তর্ভুক্ত রয়েছে স্যালারি একাউন্ট ব্যবস্থাপনা, ডেবিট ও ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, এবং ইবিএল স্কাইব্যাংকিং ও ইবিএল কানেক্ট ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.