শেখ হাসিনার জন্য বাংলাদেশ ও মন্ত্রীদের কৃতদাস ভাবত ভারত: ড. আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার জন্য সম্পূর্ণ বাংলাদেশ ও তার মন্ত্রীদের কৃতদাস ভাবত ভারত। সোমবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রাষ্ট্র কনসেপ্টই বুঝতেন না শেখ হাসিনা। ভারত শেখ হাসিনার জন্য সম্পূর্ণ বাংলাদেশ ও তার মন্ত্রীদের কৃতদাস ভাবত।’

আইন উপদেষ্টা বলেন, মাত্রা ও ব্যাপকতায় শেখ হাসিনা অতীতের সকল কারচুপির রেকর্ড ভঙ্গ করেছে। আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যে বলে পুরো জাতির মাঝে মিথ্যাবাদী, জোচ্চোর প্রজন্ম তৈরি করেছে শেখ হাসিনা। তার ওপর নিউরোলোজিকাল, সাইকোলজিক্যাল পিএইচডি করা উচিৎ।’

অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এমন ভুতুড়ে নির্বাচন হয় নি। ২০১৪ নির্বাচনের পর শেখ হাসিনা শ’ খানেক হত্যা করেছে। গণমানুষের সঙ্গে ঠাট্টা মশকরা হয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে মানসিক ও শারীরিক নির্যাতনের আখড়া বানানো হয়েছে।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.