যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক উত্তেজনা যখন চূড়ায়, তখনই রাশিয়া সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। রোববার (৩ আগস্ট) এ সফরের আভাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, আগামী সপ্তাহের বুধ বা বৃহস্পতিবার উইটকফ মস্কো যাবেন। সফরের সময়সীমা এমন এক মুহূর্তে সামনে এলো, যখন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়াকে ৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন তিনি।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ–এর সঙ্গে অনলাইন বিতর্কের পর তিনি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন, যেগুলো এখনো “ওই অঞ্চলে” অবস্থান করছে।
তবে এসব সাবমেরিন পারমাণবিক অস্ত্রসজ্জিত কি না বা সেগুলোর সুনির্দিষ্ট অবস্থান কোথায়, তা খোলাসা করেননি ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী সাধারণত এ ধরনের তথ্য গোপন রাখে।
ট্রাম্প বলেন, যদি ৮ আগস্টের মধ্যে রাশিয়া কোনো চুক্তিতে না আসে, তবে চীন ও ভারতের মতো রাশিয়ার অন্যান্য বাণিজ্য অংশীদারদের ওপর দ্বিতীয় স্তরের শুল্ক আরোপ করা হতে পারে। তার মতে, এতে রাশিয়ার ওপর চাপ বাড়বে, তবে একইসঙ্গে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতা তৈরি হতে পারে।
রোববার সাংবাদিকরা জানতে চান, উইটকফ কী বার্তা নিয়ে মস্কো যাবেন এবং রাশিয়া কীভাবে নিষেধাজ্ঞা এড়াতে পারে। তবে ট্রাম্প বিষয়টি নিয়ে সরাসরি উত্তর দেননি।
উল্লেখ্য, উইটকফ এর আগেও মস্কো সফর করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে কয়েকবার বৈঠকও হয়েছে। তবে ট্রাম্প-ক্রেমলিন সম্পর্ক যখন স্থবির হয়ে পড়ে, তখন সেই উদ্যোগ থেমে যায়।
পুতিন গত শুক্রবার বলেন, তিনি শান্তি চান ঠিকই, তবে ইউক্রেন আগ্রাসন বন্ধে তাঁর পূর্বশর্তগুলো অপরিবর্তিত রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে— ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে দেওয়া, ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগ করা।
নির্বাচনী প্রচারে ট্রাম্প ‘ক্ষমতায় গেলে ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ করবেন’—এমন প্রতিশ্রুতি দিলেও, গত কয়েক সপ্তাহে তাঁর প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। রাশিয়ার সঙ্গে আলোচনার অগ্রগতি না হওয়ায় তিনি এখন পুতিনের ওপর বিরক্তি প্রকাশ করছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.