ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
রোববার বিকেল ৫টার দিকে উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে, নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
শহীদুল জানান, ঘটনাস্থলেই পাঁচজন মারা গেছেন। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের পৃথক টিম দুর্ঘটনাস্থলে কাজ করছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.