নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে প্রাইম ব্যাংকের কৌশলগত চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি এবং নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট-এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের কার্ডধারীরা রিসোর্টটির বিভিন্ন সেবা গ্রহণে বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন।

রবিবার (৩ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি প্রাইম ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়। এতে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে কার্ড ও রিটেইল অ্যাসেট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জোয়ারদার তানভীর ফয়সাল এবং নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট-এর পক্ষে ম্যানেজিং পার্টনার মোহাম্মদ জালাল উদ্দিন স্বাক্ষর করেন। এছাড়াও প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কার্ডধারীরা নিসর্গ রিসোর্টে রুম ভাড়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং খাবারে ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি, রিসোর্টটিতে প্রাইম ব্যাংকের পিওএস (POS) সেবা চালু হওয়ায় এখন থেকে অতিথিরা ভিসা, মাস্টারকার্ড ও জেসিবি কার্ড ব্যবহার করে সহজেই লেনদেন সম্পন্ন করতে পারবেন।

প্রাইম ব্যাংকের কর্মকর্তারা জানান, এই চুক্তি তাদের প্রায়োরিটি গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা ও কাস্টমাইজড অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতির অংশ। এটি গ্রাহকদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.