রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর সোচিতে ইউক্রেনের চালানো ড্রোন হামলায় একটি তেল ডিপোতে আগুন লেগে যায়। শনিবার দিবাগত রাতে এ হামলা চালানো হয়।
রোববার (৩ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ টেলিগ্রামে এক বার্তায় জানান, কিয়েভের শাসকদের পাঠানো ড্রোনের ধ্বংসাবশেষ একটি তেল ট্যাংকে আঘাত হানে এবং এতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণ বাহিনীর ১২৭ সদস্য রাতভর কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থল থেকে বিশাল আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া উড়ছে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।
রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা রাসাভিয়াৎসিয়া জানিয়েছে, হামলার পর সোচি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়। তবে পরে তা স্বাভাবিক হয়।
সোচি শহরটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। ফলে এ ধরনের হামলা সেখানে খুব একটা সাধারণ নয়। তবে গত মাসের শেষের দিকে ইউক্রেনের আরেকটি ড্রোন হামলায় দুজন নিহত হন বলেও জানায় স্থানীয় প্রশাসন।
কিয়েভ এ হামলার দায় স্বীকার না করলেও, তারা রুশ হামলার প্রতিশোধ হিসেবে আকাশপথে হামলা জোরদার করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তাদের দাবি, গত কয়েক সপ্তাহে রাশিয়ার আক্রমণে বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধে ৮ আগস্ট (শুক্রবার) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.