রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আবারও শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (৩ আগস্ট) দ্বীপপুঞ্জটিতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মাত্র চারদিন আগেই ৮ দশমিক ৭ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়ার কামচাটকা অঞ্চল।

রবিবার (৩ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে।

জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিএফজেড এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববারের ভূমিকম্পটি কুরিল দ্বীপপুঞ্জে স্থানীয় সময় বিকেল নাগাদ আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৩৫ বলা হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৭ নির্ধারণ করা হয়। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ০ বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এর আগে গত বুধবার (৩০ জুলাই) রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৭ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। সেটি ছিল বিশ্বের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্প। সে সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। জলোচ্ছ্বাসের উচ্চতা চার মিটার ছাড়িয়ে যায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ১৯০০ সাল থেকে বৈজ্ঞানিকভাবে রেকর্ড রাখা শুরু হয় যেসব ভূমিকম্পের, সেগুলোর মধ্যে বুধবারের ভূমিকম্পটিই ছিল রাশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহগুলোর একটি।

বিশ্লেষকরা বলছেন, টেকটোনিক প্লেটের ক্রমাগত সংঘাত এবং গভীর সমুদ্রীয় ভূপ্রবাহজনিত কারণে রাশিয়ার এই অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি বরাবরই বেশি থাকে। ভূমিকম্প পরবর্তী সতর্কতা জারি না হলেও কর্তৃপক্ষ স্থানীয় জনগণকে নিরাপদে থাকার নির্দেশনা দিয়েছে।

বিশ্বজুড়ে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থাগুলো রাশিয়ার এই ধারাবাহিক ভূমিকম্পকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.