যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে ফেরত ৩৯ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে এক নারীসহ ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) ভোর ৬টা ৪৫ মিনিটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন দ্য ডেইলি স্টার-কে।

শাহজালাল বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে, ফেরত আসা বাংলাদেশিদের বহন করতে একটি সি-১৭ মডেলের বিশেষ সামরিক বিমান ব্যবহার করা হয়। দীর্ঘ ৬০ ঘণ্টার ক্লান্তিকর যাত্রা শেষে তারা দেশে ফেরেন।

ফেরত আসার পর তাদেরকে ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তা ও প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে খাবার দেওয়া হয়।

‘আমরা অপরাধী নই’ — ফেরতদের ক্ষোভ ফেরত পাঠানোদের অভিযোগ, পুরো যাত্রাপথে তাদের হাতকড়া পরিয়ে রাখা হয়।

তাদের একজন বলেন, “আমরা তো শুধু আশ্রয় চেয়েছিলাম। আমাদের কোনো অপরাধ নেই। কিন্তু আমাদের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে, যেন ভয়ংকর বন্দি।”

আশ্রয়ের আশায় অনিয়মিত পথে যাত্রা- ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান,

“আমরা যতটা জানতে পেরেছি, তাদের কেউ কেউ ঘরবাড়ি বিক্রি করেছেন। কেউ ধারদেনা করে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেছেন। মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান।”

তিনি আরও বলেন, “তারা আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন। তবে আদালত ও অভিবাসন কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে। এরপর মার্কিন প্রশাসন তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.