ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯ জন

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৯ জন।

এতে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ৩২৭ জন।

শনিবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বলা হয়, সর্বশেষ মারা যাওয়া রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১,৩২৯ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৩৪১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৮৮ জন।

২০২৪ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১১ জন, যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। মৃত্যুর সংখ্যার দিক থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.