আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য সমাবেশে নতুন বাংলাদেশের রূপকল্প ও কর্মসূচি প্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এক দফা ঘোষণার বর্ষপূর্তি এবং জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ও কর্মসূচি ঘোষণা করবো। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে এনসিপির জন্ম।”
শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার যে ঘোষণা এসেছে, তা ইতিবাচক। তবে একইসঙ্গে তিনি জুলাই সনদের আইনি ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের দাবিও জানান।
নাহিদ ইসলাম জানান, জুলাই ঘোষণাপত্রে সংবিধানের প্রস্তাবনা ও তপশিলে উল্লেখ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে, যাতে একটি ঐকমত্য প্রতিষ্ঠা পায়।
তিনি জানান, রোববারের সমাবেশ বিকেল ৪টায় শুরু হবে। একই এলাকায় এইচএসসি পরীক্ষা ও ছাত্রদলের কর্মসূচি থাকায় মানুষের দুর্ভোগ হতে পারে—এমন আশঙ্কা জানিয়ে তিনি ঢাকাবাসী ও পরীক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
এনসিপির পক্ষ থেকে আশা করা হচ্ছে, সারাদেশ থেকে এক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে যোগ দেবে। ঢাকা ও আশেপাশের এলাকা থেকে সমর্থকদের আনতে বাসের ব্যবস্থাও থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তবে জুলাই সনদের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা আংশিক পূরণ হবে বলে তারা আশাবাদী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রমুখ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.