হাতেম সরকার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন

“হাতেম সরকার স্পোর্টিং ক্লাব” একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সম্প্রতি ক্লাবটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করে।

শনিবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের অংশ হিসেবে ক্লাবের সদস্যরা মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হান্নান, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং ক্লাবের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই জীবনধারা নিশ্চিত করার লক্ষ্যে ক্লাবের এই কার্যক্রম প্রশংসনীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.