মিডল্যান্ড ব্যাংকের সাথে টালিখাতার ডিজিটাল আর্থিক সেবায় সমঝোতা স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল হিসাব ও পেমেন্ট প্ল্যাটফর্ম টালিখাতা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক যুগান্তকারী ডিজিটাল আর্থিক সেবার সুযোগ নিয়ে এসেছে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) মাধ্যমে গড়ে ওঠা এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো—ব্যবসায়ীদের জন্য অ্যাকাউন্ট খোলা, ডিজিটাল লেনদেন, সঞ্চয় ও ঋণের সুবিধা সহজলভ্য করা।

শনিবার (২ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এই অংশীদারিত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক এর অ্যাডভান্সড ব্যাংকিং অবকাঠামো এবং টালিখাতা-এর ডিজিটাল ওয়ালেট “টালি’পে” (যা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার) একত্রিত হয়ে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের জন্য ডিজিটাল ব্যাংকিং সেবা সহজ করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান-চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মিডল্যান্ড ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান, টালিখাতার পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. শাহাদাত খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— টালিখাতার পক্ষে চিফ বিজনেস অফিসার মো. আবু তালেব, চিফ গ্রোথ অফিসার মুহাম্মদ আওলাদ হোসেন, স্ট্র্যাটেজি প্রধান মো. জহিরুল ইসলাম।

মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ হোসেন

প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নাজমুল হুদা সরকার, রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আকতার, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. হাসিবুর রহমান।

টালিখাতার সিইও ড. শাহাদাত খান বলেন,“মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বে আমরা আনন্দিত। তাদের ডিজিটাল সক্ষমতা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের আরও কার্যকরভাবে সেবা দিতে সহায়ক হবে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে।”

মিডল্যান্ড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ হোসেন বলেন, “টালিখাতার সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের ডিজিটাল ইনোভেশনকে কাজে লাগিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে। আমরা একসাথে দেশের লক্ষাধিক ব্যবসায়ীকে মূলধারার ব্যাংকিং সেবায় আনতে পারব।”

এই অংশীদারিত্বের আওতায় যে সেবাগুলো চালু হচ্ছে বা হবে- অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট (A2A) লেনদেন, মার্চেন্টদের জন্য ভার্চুয়াল অ্যাকাউন্ট সুবিধা, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়সেবা, কার্ড ও QR ভিত্তিক পেমেন্ট, এজেন্ট ব্যাংকিং ও ইউটিলিটি বিল পেমেন্ট, জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম (যেমন Bkash, Nagad, Binimoy) এর সাথে ইন্টিগ্রেশন।

এই অংশীদারিত্ব বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি দীর্ঘমেয়াদি ডিজিটাল আর্থিক সমাধান হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আরও উদ্ভাবনী সেবা সংযোজনের পথ তৈরি করবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.