বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ জুলাই থেকে ৩১ জুলাই) শেয়ারদরের পতনে শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর আগের সপ্তাহের চেয়ে কমেছে ৫ টাকা ১০ পয়সা বা ২০ দশমিক ৫৬ শতাংশ।

দরপতনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ফান্ডটির ইউনিটপ্রতি দর এক সপ্তাহে কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ১৬ দশমিক ১৯ শতাংশ। সপ্তাহজুড়ে ১১ দশমিক ৪৭ শতাংশ দরপতনে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর দরপতনের হার ছিল— এনআরবি ব্যাংকের ১০ দশমিক ৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০ দশমিক ৪২ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ৯ দশমিক ৮০ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭২ শতাংশ, মিডাস ফাইন্যান্সের ৯ দশমিক ৫২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯ দশমিক ২৬ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্সের ৮ দশমিক ৮২ শতাংশ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.