দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ জুলাই থেকে ৩১ জুলাই) শেয়ারদামের উত্থানে শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড করপোরেশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের থেকে বেড়েছে ২৬ টাকা ৩০ পয়সা বা ২১ দশমিক ২৪ শতাংশ।
দামের উত্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ২০ দশমিক ৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে ১৬ দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে – ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৬৮ শতাংশ, মাকসন স্পিনিং লিমিটেডের ১৩ দশমিক ১১ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৮৯ শতাংশ, মালেক স্পিনিং লিমিটেডের ১২ দশমিক ২৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১২ দশমিক ০৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৬৪ শতাংশ এবং পুবালী ব্যাংকের ১১ দশমিক ০৭ শতাংশ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.