জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আহতরা। এতে অংশ নিয়েছেন অভ্যুত্থানে অংশগ্রহণ করা ছাত্র-জনতাও।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন তারা। অবস্থানের এক পর্যায়ে অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার স্লোগান দিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।

এ সময় আন্দোলনকারীরা পাশাপাশি ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে; আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না; ২৪-এর চেতনা, বৃথা হতে দেবো না; অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন।

আন্দোলনকারীরা বলছেন, তাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। না হলে তারা জীবন দেবেন, কিন্তু রাজপথ ছাড়বেন না। তারা শুধু গাছের ফুল দেখতে চান না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.