‘মোস্ট ইনোভেটিভ ডিজিটাল ব্যাংক বাংলাদেশ’ পুরস্কারে ভূষিত হয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক ফাইন্যান্স ম্যাগাজিন আয়োজিত ইন্টারন্যাশনাল ফাইনান্স ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০২৫-এ ইবিএল এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করে।
বুধবার (৩০ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়, এই পুরস্কার ইবিএলকে দেওয়া হয়েছে উদ্ভাবনী ডিজিটাল ব্যাংকিং সেবা, ঝামেলামুক্ত লেনদেন, ব্যবহারবান্ধব মোবাইল অ্যাপ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সমাধানের জন্য। গ্রাহককেন্দ্রিকতা এবং সহজে ব্যবহারযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকটি দেশে প্রযুক্তি-নির্ভর ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড তৈরি করেছে।
ইবিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন। আমরা সবসময় চেষ্টা করি নিরাপদ, উন্নত ও সহজ ডিজিটাল সেবা নিশ্চিত করতে। বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত।”
গ্রাহকদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং ডিজিটাল ব্যাংকিংকে আরও সহজলভ্য করতে ইস্টার্ন ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.