ব্র্যাক ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেলেন ব্যাংকের বর্তমান ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম. মাসুদ রানা এফসিএ। এই পদোন্নতি ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে।
বুধবার (৩০ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৯ সালের অক্টোবরে ব্র্যাক ব্যাংকে যোগদানের পর থেকে তিনি ব্যাংকের আর্থিক কৌশল, গভর্ন্যান্স ও কার্যক্রম উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ২৯ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি পাবলিক অ্যাকাউন্টিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং খাতে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এম. মাসুদ রানার এই পদোন্নতি কেবল তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিই নয়, বরং ব্র্যাক ব্যাংকের অভ্যন্তরীণ নেতৃত্ব গঠনের প্রতিশ্রুতির প্রতিফলন।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই নতুন দায়িত্বে তিনি ব্যাংককে আরও উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ও আস্থার প্রতীকে পরিণত করতে নেতৃত্ব দেবেন।”
পেশাগত জীবনে এম. মাসুদ রানা কাজ করেছেন এসএফ আহমেদ অ্যান্ড কোম্পানি, বেক্সিমকো গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, সানোফি-অ্যাভেনটিস, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ঢাকা ব্যাংকে। ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ঢাকা ব্যাংকে।
তিনি বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএই) একজন ফেলো সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.