ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া, ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানান তিনি। তবে কীসের জন্য এই জরিমানা বা এর পরিমাণ নিয়ে তিনি বিস্তারিত জানাননি। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা লেখেন তিনি।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, যদিও ভারত আমাদের বন্ধু, আমরা বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে। কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চ। যেকোনো দেশের তুলনায় তাদের সঙ্গে বাণিজ্যে সবচেয়ে কঠিন ও বিরক্তিকর কিছু আর্থিক-বহির্ভূত বাধা রয়েছে। তারা সবসময় রাশিয়া থেকে সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কেনে এবং চীনের পাশাপাশি রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা। এটা এমন অবস্থায় যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক…।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় অবশ্য মার্কিন শুল্কের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ১২টির বেশি বাণিজ্য অংশীদারকে নতুন পাল্টা শুল্ক আরোপের চিঠি পাঠিয়েছে। যদিও ভারতের ক্ষেত্রে এখনো আনুষ্ঠানিকভাবে শুল্ক আরোপের চিঠি যায়নি, তবে ১ আগস্টের মধ্যে আলোচনা চূড়ান্ত না হলে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এর আগে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমার মনে হয়, ভারত ২৫ শতাংশ শুল্ক দেবে। ভারত আমার বন্ধু, কিন্তু…।”

মার্কিন বাণিজ্য প্রতিনিধি (USTR) জেমিসন গ্রিয়ার জানান, ভারত কিছু খাত উন্মুক্ত করতে প্রস্তুত, আমরাও আলোচনা চালিয়ে যেতে চাই। তবে এখনও অনেক বিষয় নিয়ে সমঝোতা প্রয়োজন।

গত এক দশকে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বিগুণ হলেও যুক্তরাষ্ট্রের ঘাটতি বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারবার অভিযোগ করেছেন, ভারত ‘শুল্কের রাজা’, যেখানে মার্কিন পণ্য প্রবেশে নানা বাধা রয়েছে। বিশেষ করে ‘অশুল্ক বাধা’, যেমন ডিজিটাল সেবায় কর, কঠোর পরীক্ষার শর্ত ইত্যাদি নিয়ে হোয়াইট হাউস প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র ২০২৪ সালে ভারত থেকে আমদানি করেছে প্রায় ৮৭ বিলিয়ন ডলারের পণ্য।বিপরীতে ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে মাত্র ৪২ বিলিয়ন ডলারের পণ্য।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.