নিচু এলাকা থেকে অবিলম্বে উঁচু স্থানে সরে যেতে বললেন হনলুলুর মেয়র

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে শুরু হয়েছে সুনামির তাণ্ডব। ইতোমধ্যে হাওয়াই, জাপান, মিডওয়ে অ্যাটলসহ একাধিক অঞ্চলে আছড়ে পড়তে শুরু করেছে সুনামির ঢেউ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের হনলুলু শহরে জারি করা হয়েছে পূর্ণ সুনামি সতর্কতা।

হনলুলুর মেয়র রিক ব্ল্যানজিয়ার্ডি আল জাজিরাকে জানান, “শহরজুড়ে এখন পূর্ণ সুনামি সতর্কতা বলবৎ রয়েছে। যারা নিচু এলাকায় অবস্থান করছেন, তাদের অবিলম্বে উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছে।” তিনি হুঁশিয়ার করেন, বিপদের আশঙ্কা এখনো কেটে যায়নি।

হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন বলেন, “মিডওয়ে অ্যাটলের ওপর দিয়ে প্রায় ৬ ফুট (১.৮ মিটার) উচ্চতার ঢেউ অতিক্রম করেছে। এটি ছিল ঢেউয়ের নিচ থেকে চূড়া পর্যন্ত পরিমাপ।” তিনি জানান, বড় ঢেউ এখনো আসার আশঙ্কা রয়েছে এবং সতর্কতা এখনই প্রত্যাহার করা হবে না।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (PTWC) জানায়, সুনামির ঢেউ ইতোমধ্যে হাওয়াই উপকূলে আঘাত হানতে শুরু করেছে। কেন্দ্রটির মতে, এই ঝুঁকি কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে এবং “জীবন ও সম্পদ রক্ষায় এখনই জরুরি পদক্ষেপ নেওয়া জরুরি”।

ওয়াহু দ্বীপের হালেইওয়া এলাকায় ইতোমধ্যে ৪ ফুট উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। দ্বীপটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, যেসব বাসিন্দাকে উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তারা যেন এখনই ফিরে না যান। পুরো উপকূলজুড়ে ‘ইভাকুয়েশন জোন’ এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

রাশিয়া, ইকুয়েডর, হাওয়াইসহ প্রায় ৫০টির বেশি দেশ ও অঞ্চল এখনো সুনামি সতর্কতার আওতায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। উপকূলবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.