রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে বুধবার ভোরে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। ভূমিকম্পের পরপরই তীব্র সুনামির আশঙ্কা দেখা দিলে যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা সতর্কতা জারি করেছে।
লাইভমিন্টের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর সৃষ্ট ঢেউয়ের উচ্চতা, গতি ও প্রভাব বিবেচনায় বিশ্বজুড়ে ৫২টি দেশ ও অঞ্চল সুনামি সতর্কতার আওতায় এসেছে। ইতোমধ্যে রাশিয়ার উপকূলীয় এলাকাগুলোতে ৩ থেকে ৪ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে উপকূলবর্তী শহরগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে।
তীব্র ঝুঁকিতে তিনটি দেশ- সুনামির সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাশিয়া, ইকুয়েডর এবং উত্তর-পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ। এসব এলাকায় ৩ মিটারের বেশি উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১ থেকে ৩ মিটার ঢেউয়ের আশঙ্কায় যেসব দেশ- এই তালিকায় রয়েছে ১৪টি দেশ ও অঞ্চল—চিলি, কোস্টারিকা, ফ্রেঞ্চ পলিনেশিয়া, গুয়াম, হাওয়াই, জাপান, জার্ভিস আইল্যান্ড, জনস্টন অ্যাটল, কিরিবাতি, মিডওয়ে আইল্যান্ড, পালমিরা আইল্যান্ড, পেরু, সামোয়া ও সলোমন দ্বীপপুঞ্জ।
সতর্কতায় আরও ৩৫ দেশ ও অঞ্চল- শূন্য দশমিক ৩ থেকে এক মিটার ঢেউয়ের ঝুঁকিতে রয়েছে অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ফিজি, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, টোঙ্গা, তুভালু, ভানুয়াতু, মেক্সিকো, কলম্বিয়া, এল সালভাদর, প্যানামা, তাইওয়ানসহ আরও বহু দ্বীপ ও উপকূলীয় অঞ্চল।
বিশেষজ্ঞদের হুঁশিয়ারি- ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘণ্টাকে ‘চরম ঝুঁকিপূর্ণ সময়’ হিসেবে অভিহিত করেছেন ভূমিকম্প ও সুনামি বিশেষজ্ঞরা। উপকূলীয় এলাকাগুলোর মানুষকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে বলেছে আন্তর্জাতিক সুনামি সতর্কতা সংস্থাগুলো।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.