ভারতকে ২৫% শুল্কের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমার মনে হয়, ভারত ২৫ শতাংশ শুল্ক দেবে। ভারত আমার বন্ধু, কিন্তু…।”

বুধবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ১২টির বেশি বাণিজ্য অংশীদারকে নতুন পাল্টা শুল্ক আরোপের চিঠি পাঠিয়েছে। যদিও ভারতের ক্ষেত্রে এখনো আনুষ্ঠানিকভাবে শুল্ক আরোপের চিঠি যায়নি, তবে ১ আগস্টের মধ্যে আলোচনা চূড়ান্ত না হলে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি (USTR) জেমিসন গ্রিয়ার জানান, “ভারত কিছু খাত উন্মুক্ত করতে প্রস্তুত, আমরাও আলোচনা চালিয়ে যেতে চাই। তবে এখনও অনেক বিষয় নিয়ে সমঝোতা প্রয়োজন।”

গত এক দশকে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বিগুণ হলেও যুক্তরাষ্ট্রের ঘাটতি বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারবার অভিযোগ করেছেন, ভারত ‘শুল্কের রাজা’, যেখানে মার্কিন পণ্য প্রবেশে নানা বাধা রয়েছে। বিশেষ করে ‘অশুল্ক বাধা’, যেমন ডিজিটাল সেবায় কর, কঠোর পরীক্ষার শর্ত ইত্যাদি নিয়ে হোয়াইট হাউস প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছে।

বাণিজ্য ঘাটতি ও দ্বিপাক্ষিক চাপ: যুক্তরাষ্ট্র ২০২৪ সালে ভারত থেকে আমদানি করেছে প্রায় ৮৭ বিলিয়ন ডলারের পণ্য।বিপরীতে ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে মাত্র ৪২ বিলিয়ন ডলারের পণ্য।

ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক প্রত্যাহারে রাজি হয়েছেন, যদিও ভারত সে দাবি নাকচ করেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই আলোচনাকে ‘জটিল ও সূক্ষ্ম’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, এখনও কিছুই চূড়ান্ত হয়নি।

চুক্তি না হলেও দুই দেশের প্রতিনিধিরা সমঝোতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। মার্কিন প্রতিনিধিদল আগস্টে আবার ভারত সফর করবে বলে জানা গেছে।

ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, “যদি ১ আগস্টের মধ্যে চুক্তি না হয়, তাহলে নতুন শুল্ক কার্যকর হবে।” তবে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক ইঙ্গিত দিয়েছেন, ১ আগস্টের পরেও আলোচনা চালিয়ে যাওয়া হতে পারে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.