পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৭৮

রাজধানীসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে একদিনে মোট ১ হাজার ২৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৭৭৯ এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৯৯ জন।

মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশ সদরদফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২৮ জুলাই) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ২৭৮ জনকে গ্রেফতার করে। এসময় দুটি এলজি, একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড বারো বোর লিডবল কার্তুজ, তিন রাউন্ড গুলি, দুটি ককটেল ও চারটি দা উদ্ধার করা হয়।

পুলিশ সদরদফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.