আগামী ৫ আগস্ট, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে। এ কারণে স্টক এক্সচেঞ্জ দুটিতে সেদিন কোনো লেনদেন হবে না। লেনদেনের পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জের অন্যান্য কার্যক্রমও বন্ধ থাকবে এদিন।
সরকার ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করায় তার সঙ্গে সঙ্গতি রেখে স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখা হচ্ছে। গণঅভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে প্রতিবছর ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে। গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের পতন ঘটে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ২ জুলাই ৫ আগস্টকে গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করে এই প্রজ্ঞাপন জারি করে।
সাধারণ ছুটিতে সাধারণত সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। এ হিসেবে পুঁজিবাজারও বন্ধ থাকবে।
আগামী ৬ আগস্ট, বুধবার দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনসহ অন্যান্য কার্যক্রম শুরু হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.