ইউনিয়ন ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত নির্বাহী কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় সভাটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ। সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, সদস্য ড. শহিদুল ইসলাম জাহীদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হুমায়ুন কবির।

কার্যপোলক্ষ্যে সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল ও মিজানুর রহমান।

সভায় ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, ঝুঁকি ব্যবস্থাপনা, পরিচালন কাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাহী কমিটি ব্যাংকের সার্বিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.